শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১৭ মাস পর কবর থেকে তোলা হলো 'জুলাই যোদ্ধা' ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
১৭ মাস পর কবর থেকে তোলা হলো 'জুলাই যোদ্ধা' ইমতিয়াজের লাশ
expand
১৭ মাস পর কবর থেকে তোলা হলো 'জুলাই যোদ্ধা' ইমতিয়াজের লাশ

​নোয়াখালীর চাটখিলে দীর্ঘ ১৭ মাস পর আদালতের নির্দেশে ইমতিয়াজ হোসেন (২২) নামের এক তরুণের মরদেহ (হাড়গোড়) কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষটি তোলা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন চাটখিল পৌরবাজারে বিজয় মিছিলে থাকাকালে গুলিবিদ্ধ হন ইমতিয়াজ। পরদিন ৬ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান গত বছর ২২ মে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি এইচ এম ইব্রাহীম ও সাবেক মেয়র নিজাম উদ্দিনসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালতের আদেশে আজ মরদেহ উত্তোলন করা হয়।

​মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহাদত হোসেন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উত্তোলিত দেহাবশেষ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

​নিহতের পরিবারের দাবি, ইমতিয়াজ একজন 'জুলাই যোদ্ধা' ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ইমতিয়াজকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতির বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন ও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X