

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত অভিযানে আল মদিনা হোল্ডিং মেশিনারীজের মালিক মো. বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা এবং কাসেম ট্রেডার্সের মালিক আবুল কাসেম শিবলুকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত বর্তমান দামে ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা। কিন্তু শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এই গ্যাস ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৫৫০ টাকা, এমনকি কোথাও কোথাও ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
অভিযানকালে ইউএনও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজারে অনিয়ম সহ্য করা হবে না। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় স্থানীয় ভোক্তারা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারির দাবি জানান।
মন্তব্য করুন
