

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের চরভদ্রাসনে রাস্তার পাশে গাছের গুড়ি রেখে যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টির ও বিঘ্ন ঘটানোর দায়ে এক মিল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে চরভদ্রাসন উপজেলা পরিষদের সংলগ্ন মোল্লা ‘স’ মিলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোছাইনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সি ও চরভদ্রাসন থানা পুলিশের তিন কনস্টেবল উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন কড়াত মিলের বড় বড় গাছের গুড়ি মেইন সড়কের ধারে স্তুপ করে রাখার ফলে প্রতিনয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে জন যাতায়াত বিঘ্ন ঘটছে। তাই বুধবার উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)। তিনি উপজেলা সদরে মোল্যা ‘স’ মিলের মালিক বাবু সরদারের কাছ থেকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোছাইন বলেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক রাস্তায় গাছের গুড়ি রেখে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে মোল্লা ‘স‘ মিলের মালিক বাবু সরদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন
