শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
কারেন্ট জালসহ বিভিন্ন জাল জব্দ
expand
কারেন্ট জালসহ বিভিন্ন জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজালসহ বিভিন্ন ধরণের জাল জব্দ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৫টা থেকে দিনগত রাত ৩টা পর্যন্ত সদর উপজেলার লালপুর, রাজরাজেশ্বর ও হরিণা এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ১০টি মশারি জাল, ৪টি বেহুন্দি জাল ও দুটি চরঘেরা জাল জব্দ করে।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, দুপুরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X