শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র উদ্ধার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
expand
সদরপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মজ্ঞলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে একটা কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপ দিয়ে পেচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানা পুলিশের কাছে জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে এগুলো উদ্ধার করি। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।পরবর্তীতে এসব আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X