

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে তার পরিবার এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত ছাব্বির মোল্লা ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।
তার চাচাতো ভাই মো. জিয়াউর রহমান জানান, ছাব্বির মোল্লা কয়েক বছর আগে সংসারের সুখ-সমৃদ্ধির জন্য ইতালিতে গিয়েছিলেন।
কিন্তু দুর্ঘটনার কারণে তার সব স্বপ্ন পুরো হতে পারেনি। ২৮ ডিসেম্বর বিকেলে মিলান শহরে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
