

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে গত ১৬ অক্টোবর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। নোটিশটি হাতে হাতে পৌঁছে দিতে রাজধানীর কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে গত ৪ নভেম্বর তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়। তবে নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
দুদকের মতে, এতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন
