শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার বিয়ে, সড়ক দুর্ঘটনায় থেমে গেল আসলামের জীবন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
নিহত  আসলাম সিকদার
expand
নিহত আসলাম সিকদার

টাঙ্গাইলের সখীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসলাম সিকদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—তিনি মাত্র গত রাতেই প্রবাস জীবন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন, আর আগামী শুক্রবার তার বিয়ের কথা ছিল। প্রবাস থেকে ফিরে নতুন জীবনের স্বপ্ন দেখার আগেই কেড়ে নিল তার প্রাণ।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত রাতেই বিদেশ থেকে দেশে ফিরেছিল আসলাম। শুক্রবার তার বিয়ের কথা ছিল। প্রবাসে থেকে সে পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।” নিহত আসলামের জানাজা আগামীকাল সকাল ১১টায় বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X