শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
রফিক মিয়া (৪৫)
expand
রফিক মিয়া (৪৫)

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারে থাকা অন্যান্য হাজতি ও কয়েদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত ব্যক্তি হলেন রফিক মিয়া (৪৫)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাতাকান্দী গ্রামের মৃত নায়েব আলী মিয়ার পুত্র। তিনি স্থানীয় চকবাজারে ফার্মেসি ব্যবসায়ী ছিলেন। রফিক মিয়া এলাকায় সংঘর্ষে নিহত হযরত আলী হত্যা মামলার একজন আসামি ছিলেন এবং দীর্ঘ চার মাস ধরে কারাবন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে রফিক মিয়া বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতর তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায়, রফিক মিয়ার মৃত্যু হৃদ্‌ক্রিয়া বন্ধ (স্ট্রোক) জনিত কারণে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা কারাগারের সুপার বিল্লাল হোসেন।

এদিকে কারাগারের ভেতরে হঠাৎ এক আসামির মৃত্যুর ঘটনায় অন্যান্য হাজতি ও কয়েদিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ রাত আনুমানিক ৭টার দিকে নিহত রফিক মিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের কোরবানি ঈদের পরদিন ৪ আগস্ট বাতাকান্দী গ্রামে হারুন মিয়া ও ব্যবসায়ী উসমান মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে হারুন মিয়ার গোষ্ঠীর হযরত আলী নামে একজন নিহত হন এবং নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হন।

এ ঘটনায় হযরত আলীর পুত্র বাদী হয়ে উসমান মিয়াকে প্রধান আসামি করে এবং রফিক মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রফিক মিয়া স্বেচ্ছায় হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

নিহতের পরিবার ও স্বজনরা জানিয়েছেন, রফিক মিয়ার মৃত্যুর ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন।

তবে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X