

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া কসবায় অধিক মুল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই ব্যাবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) দুপুরে কসবা পৌরশহরে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করে আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানজিল কবির।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কর্তৃপক্ষের সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কসবা পৌরশহরের পুরাতন বাজারে মেসার্স মাহাবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা এবং বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং অন্যদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে যেনো কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে গ্যাস বিক্রি করা না হয়। এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তাদেরও নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
