শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
expand
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জের হরিরামপুরে রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানের সময় কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছেন এবং তা বাজারজাত করতেন। ভেজাল গুড় যেন আর তৈরি না হয় সেদিকে জোর দাবি জানান স্থানীয়রা।

অভিযোগ স্বীকার করে কোকিলের স্ত্রী জানান, ১০ কেজি করে রস ছাড়া গুড় মাঝে মাঝে তৈরি করে বাজারে বিক্রি করেন।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রস না থাকলেও কোকিল নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এসব গুড় তৈরি করা হচ্ছিল। অভিযানে আমরা গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করেছি।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X