

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কনকনে শীতের সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষ। তাঁদের হাতেই তুলে দেওয়া হয় শীত নিবারণের কম্বল।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সেখানে ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সীমান্ত পাহারা, চোরাচালান দমনসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কাজেও সক্রিয় ভূমিকা রাখছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করতে এই কম্বল বিতরণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে। এতে স্থানীয় মানুষের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে জানান তাঁরা।
কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, তীব্র শীতে এই সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি। তাঁরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন
