শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ছিন্নমূল মানুষের পাশে উপজেলা প্রশাসন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
কম্বল বিতরণ
expand
কম্বল বিতরণ

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে মাদ্রাসার ছাত্র, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যার পরে বের হয়ে বানেশ্বরের বিভিন্ন মাদ্রাসার ছাত্র, রাস্তায় ঘুরে ঘুরে অসহায় গরীব দুঃখী ও ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং তাদের খোঁজখবর নিচ্ছেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার ।

এসময় সঙ্গে ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার, শাহজামাল সাবু, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।

যাদের শীতবস্ত্রের সবচেয়ে বেশি প্রয়োজন এমন গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষদের হাতে কম্বল তুলে দেন। শীতের রাতে নিজ উদ্যোগে কম্বল নিয়ে বানেশ্বরের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা।

সরকারি এ সহায়তা পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে খুশি শফিকুল ইসলাম বলেন, এই শীতে কেউ খোঁজ নেয়নি। আজ এই স্যারেরা নিজে এসে আমাদের হাতে কম্বল তুলে দিয়েছেন। এতে আমরা খুব খুশি এই কম্বল পেয়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, সরকার কর্তৃক আমরা যে বরাদ্দকৃত কম্বল পেয়েছি। সেগুলো তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্র, এতিমরা ও অসহায় দরিদ্র মানুষজনকে যাচাই-বাছাই করে যারা চরম কষ্টে আছে তাদের মাঝে আমরা এই কম্বল বিতরণ করছি। আর এই ধরণের মানুষ গুলোকে রাতে বেশি পাওয়া যায় কারণে আমরা রাতে বের হয়েছি। আর এদের কষ্ট অনুভব করেই শীতের রাতে নিজে হাতে তাদের কাছে ছুটে গিয়ে। রাস্তার পাশে ও গ্রামে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X