সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও ২ জনের বাতিল ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উল্লাপাড়া সংসদীয় আসনের বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী, জামায়াতে মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামি আন্দোলনের মুফতি আব্দুর রহমান,জাতীয় পার্টির হিলটন প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

এছাড়াও এই আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের ভোটার গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X