শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম
ফুয়াদ সরকার (৫৫) গ্রেফতার
expand
ফুয়াদ সরকার (৫৫) গ্রেফতার

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে এয়ার গান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২ জানুয়ারি ) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্য মতে তার বাড়ী থেকে একটি এয়ার গান, দুটি কার্তুজ, চাকু, ডিজিটাল ডিভাইস, ড্রোক ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফুয়াদ সরকার (৫৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার, চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে কার্তিকপুর এলাকায় মাদক ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, খাস জমি দখল সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এছাড়াও এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রভাব বিস্তার করতেন তিনি।

গতকাল শুক্রবার(০২ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এসময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফুয়াদ সরকারকে আটক করে যৌথ বাহিনী। তার কাছ থেকে একটি এয়ার গান, দুটি কার্তুজ, ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক ফুয়াদ সরকারকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শুক্রবার রাতে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তানভীর হাসান বলেন, যৌথ বাহিনির অভিযানে ফুয়াদ নামে একজন'কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X