

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ীর একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিয়ারুলের ভাগ্নে নয়ন মণ্ডল জামিনে কারাগার থেকে মুক্তি পান। নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কারাগার থেকে মুক্তির সময় পূর্বশত্রুতার জেরে তার প্রতিপক্ষ সাব্বির, কিবরিয়া, সজীব ও শিমুল গ্রুপের সাব্বিরসহ কয়েকজন জেলখানার সামনে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আরও একটি রাউন্ড গুলি ছোড়ার চেষ্টা করা হলে তা মিসফায়ার হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানার পুলিশ এবং রাজবাড়ী সদর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে জেল থেকে মুক্তি পাওয়া নয়ন মণ্ডল নিরাপদে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির জানান, সন্ধ্যার দিকে জামিনে নয়ন মণ্ডল ও পিয়াল সরদার নামে দুইজন আসামি মুক্তি পান। তাদের মুক্তি দেওয়ার সময় কারাগারের সামনে মুক্তিপ্রাপ্ত আসামিদের প্রতিপক্ষ একদল ব্যক্তি হামলার চেষ্টা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, পিয়াল সরদার ও নয়ন মণ্ডল চারটি মামলায় সাড়ে তিন মাস ধরে কারাগারে বন্দি ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সন্ধ্যার সময় জেলা কারাগার থেকে নয়ন নামে একজন আসামি জামিনে মুক্তি পান। পরে তার প্রতিপক্ষ তাকে হামলার চেষ্টা করে এবং এ সময় একটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন
