শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক
expand
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০)–কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফরিদপুর শহর থেকে মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, আটককৃতের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X