বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান
expand
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

যশোরে ভোক্তা-অধিকার লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারিনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুজলা বীজ ভান্ডার-এর স্বত্বাধিকারী রবিন কুমার রায়, যিনি বিএডিসির অনুমোদিত সার ডিলার, তার প্রতিষ্ঠানে পর্যাপ্ত টিএসপি সার মজুদ থাকা সত্ত্বেও কৃষকদের কাছে যথাযথভাবে বিক্রি করেননি বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া তিনি মিথ্যা তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করেন এবং ভারতীয় রড মিনিকেট নামসহ বিভিন্ন ব্র্যান্ডের বীজ অবৈধভাবে গোডাউনে মজুদ রাখেন। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সুফলা বীজ ভান্ডার-এর স্বত্বাধিকারী স্বপন কুমার দেবনাথ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বীজ অবৈধভাবে প্যাকেটজাত করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখেন। একই ধারায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার মোছাঃ রাজিয়া সুলতানা, জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য, যশোর।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন