মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
expand
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

কুষ্টিয়ার কুমারখালীতে অনুমোদনহীন ১৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনভর উপজেলার চরসাধিপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।

অভিযান চলাকালে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে,২০০৬ সাল থেকেই ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু ভাটা মালিক অবৈধভাবে এই চিমনি ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চরসাধিপুর এলাকায় এখন পর্যন্ত ১৩টি ইটভাটায় অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অবশিষ্ট অবৈধ ভাটাগুলোতেও অভিযান চলবে বলে জানানো হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ,বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক এনপিবি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটাতেই অভিযান পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন