

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক অনুষ্ঠানে পিঠা তৈরির সময় কালোজিরা ভেবে ভুলবশত দানাদার কীটনাশক মেশানোর ঘটনা ঘটেছে।
ওই পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
সোমবার (২৪ নভেম্বর) উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন- সামিয়া (৪), আকলিমা (৩৫), সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), উম্মে হাবিবা (২১), শারমিন (২৩) ও মিতা (৩৫)।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নতুন ঘর তৈরির আনন্দে পরিবারে মেয়েসহ জামাই এবং নাতি-নাতনিদের নিয়ে ছোট আয়োজন করা হয়েছিল। এ সময় রান্নাঘরে রাখা ধানক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে পিঠায় মিশিয়ে ফেলেন পরিবারের বৃদ্ধ সদস্য জুলেখা বিবি।
পিঠা খাওয়ার পরপরই একে একে সবাই বমি ও অসুস্থতায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এটি পুরোপুরি ভুলবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলে জানান তিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীদের ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার উন্নতি হওয়ায় আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বাসায় ফিরে গেছেন। তিনি রান্নাঘরে কীটনাশকের মতো বিপজ্জনক দ্রব্য না রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
মন্তব্য করুন