মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির দুই শতাধিক নেতার একযোগে পদত্যাগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
সখিপুর উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন
expand
সখিপুর উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপিতে হঠাৎ করেই দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। দলীয় কোন্দল, চাপান-উতোর ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত সখিপুর উপজেলা বিএনপির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ বাসেদ মাস্টার।

তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ৫ আগস্টের পর থেকে সখিপুরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির মূলনীতির বাইরে গিয়ে রাজনীতি করছেন। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদেই পদত্যাগ করেছি। এ পর্যন্ত দু’শ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন।

এদিকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন।

তিনি বলেন, যারা পদত্যাগ করেছে তারা দলের মঙ্গল চায় না। ধানের শীষের জয় নিশ্চিত করতে তৃণমূল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তাদের এসব পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

জেলা বিএনপিও ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল জানান, কিছু অপতৎপর মহল দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই সফল হবে না।

ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তৃণমূলের সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন। বিএনপি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ।

পদত্যাগের এ ঢেউয়ে সখিপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন