

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে বসে এক তরুণীর টিকটক ভিডিও ধারণকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যানের সরকারি কক্ষে রাখা চেয়ারে বসে তরুণী জনপ্রিয় একটি গানের সঙ্গে লিপসিং করছেন। পেছনে ঝুলানো রয়েছে উপজেলা চেয়ারম্যানদের নাম-তালিকা সম্বলিত ফলক ও সরকারি লোগো।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনায় সরব হন স্থানীয়রা। অলিউর রহমান নামে এক ব্যক্তি লিখেছেন, “জনগণের দপ্তরের মর্যাদা রক্ষা করার দায়িত্ব প্রশাসনের। অথচ শূন্য পদে থাকা চেয়ারম্যানের চেয়ারে বসে এভাবে ভিডিও ধারণ করা দায়িত্বহীনতার দৃষ্টান্ত।”
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, সংশ্লিষ্ট তরুণীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং: ১২৯২, তারিখ: ২৯/৮/২০২৫)। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে শোকজ করা হয়েছে এবং উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম যুক্তরাষ্ট্রে চলে যান। পরে অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশের উপজেলা পরিষদ চেয়ারম্যানদের পদ থেকে অব্যাহতি দিলে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়।
মন্তব্য করুন
