শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাফনের ১৭ দিন পর কিশোর নাঈমকে জীবিত উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিলেট অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম
উদ্ধার রবিউল ইসলাম নাঈম
expand
উদ্ধার রবিউল ইসলাম নাঈম

সিলেটের ওসমানীনগরে দাফনের ১৭ দিন পর রবিউল ইসলাম নাঈম (১৪) নামে এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে কুলাউড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক।

উদ্ধার হওয়া নাঈম ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় ব্যবসায়ী বুলবুল ফকিরের একটি রেস্টুরেন্ট থেকে নিখোঁজ হন নাঈম। পরবর্তীতে ৩ আগস্ট কুলাউড়া থেকে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার হলে নাঈমের পরিবার সেটিকে তার দেহ বলে শনাক্ত করে। ৫ আগস্ট দাফনের পর হত্যার অভিযোগে নাঈমের পরিবার বুলবুল ফকিরকে আসামি করে মামলা দায়ের করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পুলিশি তদন্তে অগ্রগতির অংশ হিসেবে কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান শনিবার নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার শেষে তাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে নাঈমের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন