শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন সাদিক খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
লন্ডনের মেয়র সাদিক খান ও জোহরান মামদানি
expand
লন্ডনের মেয়র সাদিক খান ও জোহরান মামদানি

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়ায় জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। একই সঙ্গে নিউইয়র্কের নাগরিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি—সব ধরনের আশঙ্কা ও বিভাজনের রাজনীতি উপেক্ষা করে বিশ্বাস, আশাবাদ ও পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য।

সাদিক খান বলেন, জোহরানকে তার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। তার পরিবার, দল এবং নিউইয়র্কের জনগণও অভিনন্দনের দাবিদার। তার ধর্মীয় পরিচয়কে ইস্যু বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ সাধারণ মানুষ তার কথায় নিজেদের বাস্তবতা ও আশার প্রতিফলন দেখেছে।

তিনি আরও বলেন, আপনারা নিশ্চয় জানেন, ডোনাল্ড ট্রাম্প লন্ডনকে কেন পছন্দ করেন না। কারণ, আমাদের শহর তার বিভাজনমূলক রাজনীতির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে। এখন নিউইয়র্কবাসীরাও সেই একই সাহস দেখিয়েছে—ভয় নয়, তারা বেছে নিয়েছে আশার পথ।

উল্লেখ্য, ৫ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নাম লেখান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন