রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এতে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার স্থানীয় সময় বিকেলে সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়াল্ডো নামের একটি সুপারমার্কেটে এ বিস্ফোরণ ঘটে। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যম উনিরাডিও সোনোরো মেক্সিকান রেড ক্রসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চারজন কিশোর ও দুইজন কিশোরী রয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণটি কোনো সন্ত্রাসী হামলা বা নাশকতা নয় বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন