

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যে একটি দ্রুতগামী ট্রেনে ছুরি হামলার ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে দেশটির পরিবহন পুলিশ।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যামব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছাকাছি এ ভয়াবহ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
পুলিশ জানায়, ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে লন্ডনের কিংসক্রসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ট্রেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। ট্রেনটি যাত্রার প্রায় দেড় ঘণ্টা পর হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ কয়েকজন যাত্রীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, একপর্যায়ে তা ছুরি হামলায় রূপ নেয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে আসে, তখন হঠাৎ এক ব্যক্তি আমাদের কামরায় ঢুকে বলেন, ‘তাদের কাছে ছুরি আছে, তারা আমাকে মেরেছে।’ তারপরই তিনি মাটিতে পড়ে যান। পরে আমরা বুঝতে পারি আরও কয়েকজনকে ছুরি মারা হয়েছে।
অন্য এক যাত্রী জানান, ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই পরিবহন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা দ্রুত ট্রেনের ভেতরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এ ঘটনার পর হান্টিংডন স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলার কারণ ও পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের পরিবহন পুলিশ।
মন্তব্য করুন
