বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাওয়ার হ্যামলেটসে শান্তি র‍্যালীতে উগ্রবাদ ও বিভেদের বিরুদ্ধে ঐক্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে শনিবার অনুষ্ঠিত হয় বিশাল শান্তি সমাবেশ, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। হোয়াইটচ্যাপেল টাউন হলের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও কমিউনিটি প্রতিনিধি অংশ নেন।

সমাবেশে বক্তারা একবাক্যে বলেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদ বা উগ্রপন্থার কোনো স্থান নেই। ফার রাইট এবং উগ্র মতাদর্শকে প্রশ্রয় দেওয়া হবে না। তারা বলেন, এই বিজয় শান্তিপ্রিয় মানুষের, কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়।

উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ইয়োর পার্টির এমপি জেরেমি করবিন, ইউনাইটেড ইস্টএন্ডের চেয়ার ড. গ্লিন রবিন, স্ট্যান্ড আপ টু রেসিজমের কো-চেয়ার সাবি দেলু, ড. আবদুল্লাহ ফালিক এবং কমিউনিটির আরও অনেকে।

মেয়র লুৎফুর রহমান বলেন, "আজকের সমাবেশ বৈচিত্র্য উদযাপনের এবং কমিউনিটিকে একত্রিত রাখার একটি অনন্য উদাহরণ। বিভেদের শক্তি কখনোই ইস্টএন্ডে জয়ী হতে পারেনি, এবং ভবিষ্যতেও পারবে না।"

জেরেমি করবিন বলেন, "আমরা সবসময় টাওয়ার হ্যামলেটসের পাশে আছি। এখানে উগ্রপন্থাদের কোনো স্থান নেই।"

বক্তারা আরও বলেন, শনিবারের এই সমাবেশ ইউকিপের সম্ভাব্য বিক্ষোভের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছিল। মেট পুলিশ জননিরাপত্তার কারণে ইউকিপের ইভেন্ট নিষিদ্ধ করার পরেও, কমিউনিটির ঐক্য, শান্তি ও বৈচিত্র্য রক্ষা করতে এই শান্তি র‍্যালি আয়োজন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন