বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মতপার্থক্যে স্থগিত ট্রাম্প-পুতিন বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণায় রাশিয়ার অস্বীকৃতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, আমরা রাশিয়াকে অনুরোধ করেছিলাম আসন্ন বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে, কিন্তু তারা রাজি হয়নি। তাই বৈঠকটি আপাতত স্থগিত রাখা হয়েছে। নিকট ভবিষ্যতে এই বৈঠক আয়োজনের কোনো পরিকল্পনাও নেই।

সূত্র জানায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। আলোচনায় ট্রাম্প-পুতিন বৈঠকের পূর্বশর্ত হিসেবে যুদ্ধবিরতি ঘোষণা করার প্রস্তাব দেন তারা। ল্যাভরভ কোনো তাৎক্ষণিক জবাব না দিলেও পরে মস্কো জানায়, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি সম্ভব নয়। এরপরই ওয়াশিংটন বৈঠক স্থগিতের ঘোষণা দেয়।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। ক্ষমতা গ্রহণের পর থেকে পুতিনের সঙ্গে একাধিকবার তার যোগাযোগ হয়, এমনকি চলতি বছরের ১৫ আগস্ট আলাস্কায় মুখোমুখি বৈঠকও হয়যা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেন ইস্যুতে আবারও পুতিনের সঙ্গে বসবেন এবং সেই বৈঠক হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। যদিও সুনির্দিষ্ট তারিখ জানাননি, তবে অক্টোবরের শেষ দিকে বৈঠক হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বৈঠক স্থগিতের ঘোষণা আসার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কোনো উদ্দেশ্যহীন বৈঠকে যেতে চাই না। তাই সাময়িকভাবে এটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হবে, আমরা সেভাবে পদক্ষেপ নেব। আগামী দুই দিন যা ঘটে, সেটাই নির্ধারণ করবে পরবর্তী দিকনির্দেশনা।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্টের বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক আয়োজনের প্রস্তুতি রাশিয়া চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন