শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর হয়ে যাচ্ছে ‘যুদ্ধ দপ্তর’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে সই করে দপ্তরটির নতুন নাম রাখা হবে “ডিপার্টমেন্ট অব ওয়ার” (যুদ্ধ বিভাগ)।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন—“প্রতিরক্ষা বিভাগ” নামটি খুব বেশি নরম শোনায়, আর “যুদ্ধ বিভাগ” নামে শক্তিশালী ভাবমূর্তি প্রকাশ পাবে।

নির্বাহী আদেশ অনুযায়ী, প্রতিরক্ষা কর্মকর্তারা এখন থেকে সরকারি চিঠিপত্র, জনসংযোগ কার্যক্রম ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে “যুদ্ধ মন্ত্রী” বা অনুরূপ শিরোনাম ব্যবহার করতে পারবেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন কংগ্রেসের আইন অনুযায়ী মূল নাম এখনো প্রতিরক্ষা বিভাগই থাকবে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে নতুন নামটি সেকেন্ডারি টাইটেল হিসেবে ব্যবহার হবে। ট্রাম্প শুক্রবার বিকেলে এ বিষয়ে ওভাল অফিসে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা বিভাগের প্রতিষ্ঠা হয়। তার আগে এটি ছিল “ওয়ার ডিপার্টমেন্ট” বা যুদ্ধ বিভাগ। ট্রাম্প মনে করেন পুরোনো নাম ফিরিয়ে আনা প্রস্তুতি ও সংকল্পের প্রতীক হবে।

এ পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক নীতি সংস্কারের অংশ। প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে আনা হয়েছে ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও যুদ্ধ অভিজ্ঞ পিট হেগসেথকে, যিনি দীর্ঘদিন ধরে “যোদ্ধা নীতি” জোরদারের কথা বলে আসছেন।

হোয়াইট হাউসের নথি অনুযায়ী, ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট চাইলে এ সিদ্ধান্ত বাতিল করতে পারবেন। তবে ট্রাম্পের নির্দেশনায় যুদ্ধ মন্ত্রীকে দপ্তরের স্থায়ী নাম পরিবর্তনের জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা সুপারিশ করতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন