শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোদিকে আবারও বড় দুঃসংবাদ দিল ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
expand
মোদিকে আবারও বড় দুঃসংবাদ দিল ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। নতুন এই শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।

ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) সোশ্যালে লেখেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে আমরা ১০০ শতাংশ শুল্ক আরোপ করবো, যদি সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদনের কেন্দ্র স্থাপন না করে।”

তিনি আরও ব্যাখ্যা দেন, নির্মাণাধীন প্রকল্পের ক্ষেত্রে—যেখানে ‘জমি খনন শুরু হয়েছে’ বা ‘নির্মাণ কাজ চলমান’—শুল্ক আরোপ করা হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই শুল্ক সরকারের বাজেট ঘাটতি কমানো এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করা লক্ষ্যেই নেওয়া হয়েছে। নতুন শুল্ক কাঠামোর মধ্যে রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে ৫০ শতাংশ, আসবাবপত্রে ৩০ শতাংশ এবং ভারী ট্রাকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

যদিও ট্রাম্প এই পদক্ষেপের আইনি ব্যাখ্যা দেননি, তিনি উল্লেখ করেন এটি জাতীয় নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কারণে জরুরি।

যুক্তরাষ্ট্র ভারতের ফার্মাসিউটিক্যাল রপ্তানির সবচেয়ে বড় বাজার। ভারতের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ভারতের মোট ২৭.৯ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানির ৩১ শতাংশ বা ৮.৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে গেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩.৭ বিলিয়ন ডলারের ওষুধ।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্কনীতি বাস্তবায়িত হলে ভারতের ওষুধ উৎপাদন ব্যয় বাড়বে এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন