শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাম্প, হতাশ মোদি যাননি জাতিসংঘে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
expand
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাম্প, হতাশ মোদি যাননি জাতিসংঘে

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কূটনীতি-সমৃদ্ধ যুক্তরাষ্ট্র সফরে আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানা পোড়নের কারণে বেশ হাতাশ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA)অধিবেশনে অংশগ্রহণ করেননি।

প্রাথমিকভাবে, মোদি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর নির্ধারিত ছিলেন। তবে, পরবর্তীতে তিনি এই অধিবেশনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে ভাষণ দেন। সূত্র,ইকোনমিক টাইমস

এই সফরে শেহবাজ শরিফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছেন মুসলিম দেশগুলোর এক গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিয়ে নিউ ইয়র্কে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

সব ইঙ্গিতই এখন ওয়াশিংটনে একটি বড় ধরনের বৈঠকের দিকে ইশারা করছে, যদিও বিস্তারিত বিষয়ে এখনো সরকারি কর্মকর্তারা সতর্ক ভঙ্গি বজায় রেখেছেন।

প্রধানমন্ত্রীর মিডিয়া টিম, ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস ও জাতিসংঘ মিশনের কর্মকর্তারা বৈঠকটিকে “প্রায় নিশ্চিত” বলে বর্ণনা করছেন। এরই মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াশিংটনে ফিরে গিয়ে প্রস্তুতি শুরু করেছেন। দূতাবাসের গণমাধ্যম কর্মীরাও রাজধানীতে ফিরে যাচ্ছেন, আর সফর কাভার করা পাকিস্তানি সাংবাদিকরা দ্রুত ওয়াশিংটন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এক সাংবাদিক সাক্ষাৎকারে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী শেহবাজ শুধু হেসে জবাব দেন, তিনি এ বিষয়ে পরে কথা বলবেন।

সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও ওয়াশিংটনে এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন। চলতি বছর শুরুর দিকে তিনি প্রথম পাকিস্তানি সামরিক প্রধান হিসেবে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পান।

তবুও, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রাম্প–শেহবাজ বৈঠকের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের প্রেসিডেন্টের সময়সূচি দেখতে বলেন। তবে বৃহস্পতিবারের সময়সূচি তখনও প্রকাশ করা হয়নি।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির বিষয়টি দেশের অর্থনৈতিক পর্যালোচনায় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

বুধবারের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেহবাজ ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সুযোগ পান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক্স-এ প্রকাশিত এক ভিডিওসহ বিবৃতিতে এই সাক্ষাৎকে অনানুষ্ঠানিক বিনিময় হিসেবে বর্ণনা করে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প উষ্ণ অভ্যর্থনা জানান শেহবাজ ও দারকে এবং তাঁদের মধ্যে অল্প সময়ের কথোপকথন হয়।

মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে গাজা উপত্যকার ভয়াবহ মানবিক বিপর্যয়, প্রাণহানি এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবের বিষয়গুলো তুলে ধরা হয়।

মুসলিম নেতারা আবারও জোর দিয়ে বলেন, গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি গ্রহণযোগ্য নয়। তারা যুদ্ধ বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এগুলোকে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করা হয়। সূত্র, দ্যা ডন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন