

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিনিয়াপোলিসে আলেক্স প্রেটি হত্যাকাণ্ড সামাল দেওয়া এবং ঘটনার পর দেওয়া মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতারাই তাঁর বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছেন।
গুলির ঘটনার পর প্রেটিকে 'ঘরোয়া সন্ত্রাসী' আখ্যা দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। একাধিক ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার আগে তাঁর হাত থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল এবং তাঁর হাতে ছিল একটি ফোন।
তবু হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করে, তিনি নাকি আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষতি করতে চেয়েছিলেন।
উত্তর ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেন, নোয়েমের ভূমিকা 'অযোগ্যতার প্রমাণ' এবং তাঁর পদে থাকা উচিত নয়।
তিনি মিনিয়াপোলিসে পরিস্থিতি 'শান্ত' করার আহ্বান জানান এবং বর্ডার প্যাট্রোলের সাবেক কমান্ডার গ্রেগরি বোভিনোরও কঠোর সমালোচনা করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটি আইসিই, সিবিপি ও ইউএসসিআইএসের প্রধানদের তলব করেছে। আগামী সপ্তাহগুলোতে একাধিক কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে নোয়েমের।
এদিকে হাউস ডেমোক্র্যাটরা নোয়েমের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগ জোরদার করেছেন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানও প্রকাশ্যে নোয়েমকে অপসারণের দাবি তুলেছেন।
তবে সমালোচনার মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্প নোয়েমের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তিনি মনে করেন নোয়েম 'ভালো কাজ করছেন।' যদিও শীর্ষ রিপাবলিকান নেতারা এই সমর্থনে পুরোপুরি সায় দেননি।
মন্তব্য করুন
