

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে আবারও অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর এক সদস্যের গুলিতে প্রাণ হারান ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেট্টি। এতে করে মাত্র এক মাসের ব্যবধানে ওই শহরে সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে দুজন নিহত হলেন।
নিহত অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি একটি হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার, ২৪ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, প্রেট্টি একটি ৯ মিলিমিটার আধা-স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের কাছে এগিয়ে এসেছিলেন। পরিস্থিতিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেই গুলি চালানো হয় বলে দাবি করা হয়। তবে তিনি অস্ত্রটি লক্ষ্য করে ধরেছিলেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি বিভাগটি।
এদিকে, এক পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, প্রেট্টির হাতে একটি মোবাইল ফোন ছিল এবং সেখানে কোনো অস্ত্র দৃশ্যমান ছিল না।
প্রেট্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিনেসোটায় তার বৈধভাবে অস্ত্র রাখার অনুমতি ছিল। তবে তিনি নিয়মিত অস্ত্র বহন করতেন—এমন কোনো বিষয় পরিবারের জানা ছিল না।
মন্তব্য করুন

