

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শিগগিরই বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটনে এরদোগানকে স্বাগত জানাবেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং বিমানের বড় অর্ডার, এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ যুদ্ধবিমান ইস্যু। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনাগুলো ইতিবাচকভাবে শেষ হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, “আমার সঙ্গে প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্ক সবসময়ই ভালো ছিল। ২৫ তারিখে তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।”
উল্লেখ্য, এরদোগান সর্বশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন। ব্যক্তিগত সম্পর্কে উষ্ণতা থাকলেও, সেই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। এর অন্যতম কারণ ছিল সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের প্রতি ওয়াশিংটনের সমর্থন এবং আঙ্কারার মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা।
বিশেষ করে ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় এবং যুদ্ধবিমান বিক্রিও বাতিল করে। পরবর্তীতে আঙ্কারা এফ-১৬ কেনার বিষয়ে সমঝোতায় আসে।
মন্তব্য করুন
