রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো
expand
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে দেশটির পুলিশ আটক করেছে। রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং খুব শিগগিরই সেই শাস্তি কার্যকরের কথা ছিল। এর মধ্যেই কর্তৃপক্ষ তাকে হেফাজতে নেয়।

শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ায় নিজের বাসা থেকেই তাকে আটক করা হয়।

কেন্দ্রীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বলসোনারোর বিরুদ্ধে যে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেটি পুলিশের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে।

সিএনএনকে দেওয়া এক সূত্রের তথ্যমতে, বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও বলসোনারো তার বাবার বাড়ির সামনে একটি সমাবেশ আয়োজন করেছিলেন। ওই সমাবেশের পরই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি এগিয়ে নেওয়া হয়।

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। নির্বাচনের ফল মেনে নিতে তিনি অনিচ্ছুক ছিলেন এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন—এমন অভিযোগেই বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চে চার বিচারক তার বিরুদ্ধে রায় দেন।

অভ্যুত্থান চেষ্টার পাশাপাশি একটি সশস্ত্র অপরাধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই গোষ্ঠীকে ব্যবহার করে ব্রাজিলের সাংবিধানিক গণতন্ত্রকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন তিনি।

২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা সরকারি বিভিন্ন ভবনে হামলা চালায়। এ ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে সশস্ত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আরও জোরালো হয়।

তবে শুরু থেকেই বলসোনারো অভিযোগগুলো অস্বীকার করছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার হচ্ছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন