বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
expand
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির উপকূল এবং অঞ্চল থেকে দূরে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিছেন।

তিনি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সতর্কবার্তা দেন।

রোববার (৩১ আগস্ট) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ক্যারাবোবো রাজ্যে বক্তৃতা দিতে গিয়ে রদ্রিগেজ বলেন, ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে মার্কিন সরকার শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে।

তিনি ওয়াশিংটনের প্রতি তীব্র ভাষায় বলেন, তাদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে এবং ভেনেজুয়েলার উপকূল ও ভূখণ্ড থেকে দূরে থাকতে।

রদ্রিগেজ সতর্ক করে আরও বলেন যে, যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভেনেজুয়েলা তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে।

তিনি ওয়াশিংটনের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে ভেনেজুয়েলা সরকার একটি মাদক-সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। সাইমন বলিভার এবং হুগো শ্যাভেজের ‘মহান মানুষদের’ বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে প্রতারণা এবং অনৈতিকতা বলে অভিহিত করেছেন তিনি।

রদ্রিগেজ এই অভিযোগগুলোকে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা এবং অপবাদ হিসাবে বর্ণনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ল্যাটিন আমেরিকার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ব্যবহারের অনুমোদনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এর পরই ভেনেজুয়েলার উপকূলে ক্যারিবিয়ান জলসীমায় একটি সাবমেরিন এবং সাতটি যুদ্ধজাহাজের সমন্বয়ে গঠিত একটি নৌ দল মোতায়েন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন