

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিলের পারনামবুকো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী রয়েছেন। রাতের অন্ধকারে ভ্রমণের সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে। স্থানীয় সময় সন্ধ্যা ৮টার কিছু আগে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে এবং রাস্তার পাশে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে আছড়ে পড়ে উলটে যায়।
ঘটনার বিস্তারিত জানিয়েছে ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, তবে আহতদের সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নিহতদের মধ্যে নারী রয়েছেন ১১ জন, বাকিরা পুরুষ। চালক সামান্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ। দুর্ঘটনার সময় বাসের যাত্রীদের অনেকে সম্ভবত সিটবেল্ট ব্যবহার করছিলেন না, এমন ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনার জন্য চালকের ত্রুটি, রাস্তার অবস্থা কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটি— সবদিকই বিবেচনায় নেওয়া হচ্ছে।
ব্রাজিলে প্রায়ই পাহাড়ি বা দুর্গম এলাকায় অনিয়ন্ত্রিত গতির কারণে বাস দুর্ঘটনা ঘটে থাকে। এবারের ঘটনা আরও একবার দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলো।
মন্তব্য করুন

