

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাশার শহরে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে চালানো ড্রোন হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
শহরটি বর্তমানে অবরুদ্ধ এবং সেখানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর বিরুদ্ধে সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তুলছে।
শনিবার, এল-ফাশারের একটি বিশ্ববিদ্যালয় মাঠে স্থাপিত একটি আশ্রয়স্থলে এই হামলা চালানো হয় বলে জানায় বিবিসি। এখনও নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবরে উল্লেখ করা হয়।
স্থানীয় প্রতিরোধ কমিটি এই ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
সুদানে সেনাবাহিনী এবং RSF-এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যে সংঘাত চলছে, তাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লক্ষাধিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে প্রায় ২৫ মিলিয়ন মানুষ মারাত্মক খাদ্যসংকটের মুখে রয়েছে।
দারফুর অঞ্চলের এল-ফাশার শহরটিই এখন RSF-এর দখলের বাইরে থাকা শেষ রাজ্য রাজধানী। এই শহরটি এখন এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। RSF এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় আক্রমণ জোরদার করেছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, শহরের অবস্থা এতটাই ভয়াবহ যে, একে একটি ‘খোলা আকাশের নিচে শবঘর (open-air morgue)’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
মন্তব্য করুন
