বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
expand
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

গাজামুখী মানবিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার জেরে দেশটির সব কূটনীতিককে বহিষ্কার করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

ওই বহরের কয়েকটি জাহাজ আটক ও দুই কলম্বিয়ান মানবাধিকারকর্মী গ্রেপ্তারের পরই এ সিদ্ধান্ত নেন তিনি। খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্যারোন এবং তুরস্কের আনাদোলু এজেন্সি।

পেত্রো বলেন, আন্তর্জাতিক জলসীমা থেকে ফিলিস্তিনের পক্ষে মানবিক কাজে অংশ নেওয়া দুই কলম্বিয়ান নারীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, আটক দুজন হলেন মানুয়েলা বেদোয়া ও লুনা বাররেতো। তারা ‘সুমুদ ফ্লোটিলা’র সদস্য ছিলেন। তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বোগোতা।

এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বার্তায় পেত্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত করেন এবং ইসরায়েলের পুরো কূটনৈতিক দলকে বহিষ্কারের ঘোষণা দেন।

এছাড়া তিনি ২০২০ সালে কার্যকর হওয়া ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বাতিল করেন। নেতানিয়াহুকে তিনি ‘গণহত্যাকারী’ আখ্যা দেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ হিসেবে উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন