

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন নতুন মাত্রা পেল। এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ এখন ফ্রান্স। বিবিসি জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে ফ্রান্স এই ঘোষণা দেয়।
অন্যদিকে একই দিনে ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই গাজা শহরের বাসিন্দা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্র ব্যবস্থা। তিনি বলেন, “আমরা চাই পাশাপাশি দুটি রাষ্ট্র থাকুক— একটি হবে ইসরায়েল, অন্যটি ফিলিস্তিন, এবং উভয়েই পরস্পরকে স্বীকৃতি দেবে।”
প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে সামনে রেখে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের আয়োজক ফ্রান্স ও সৌদি আরব।
উল্লেখ্য, এর আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনোসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মন্তব্য করুন
