রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির
expand
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেন, ওই সময়ে পাকিস্তান সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে।

তিনি বলেন, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।'

রোববার (১৬ নভেম্বর) পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি এ মন্তব্য করেন।

মুনির বলেন, মে মাসের ঘটনায় পাকিস্তান দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও একই ধরনের দৃঢ়তা প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেছে।

সেনাপ্রধান কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, দৃঢ় বিশ্বাস ও ঐক্য থাকলে বড় শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব-এ ধারণা পাকিস্তান মে মাসের সংঘাতের সময় প্রমাণ করেছে বলে তিনি মনে করেন।

ভারত–শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে, যা ইসলামাবাদ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

এই উত্তেজনার মাঝে ৫ ও ৬ মে রাতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়, ‘অপারেশন সিন্দুর’ নামে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ পরিচালনা করে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে টানা কয়েকদিন উত্তেজনা চলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়, যা পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে পাকিস্তান সরকার মে মাসের সংঘাত ব্যবস্থাপনায় নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন