বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগান সীমান্তে নতুন ব্যবস্থা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম
পাকিস্তান-আফগান সীমান্ত
expand
পাকিস্তান-আফগান সীমান্ত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান শরণার্থীদের জন্য থাকা সব ১০টি শিবির বন্ধ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এই পদক্ষেপের পর এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, কোয়েটা শহরে অবৈধভাবে বসবাসরত আফগান নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শুধু গতকালই সেখানে ৩,৮৮৮ জন শরণার্থীকে আটক করা হয়েছে।

শরণার্থীরা বলছেন, ফেরত পাঠানোর হার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একজন শরণার্থী আতিকুল্লাহ মনসুর বলেন, “আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর থেকে আমাদের গ্রেফতার করা এবং জোরপূর্বক ফেরত পাঠানো বেড়ে গেছে।” আরেক শরণার্থী মোহাম্মদ রেজা সাজিশ জানান, “প্রতিদিনই ফেরত পাঠানো হচ্ছে। এখন আমরা ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রেও ভয়ে থাকি।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানিয়েছেন, আফগান শরণার্থীদের সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।

খাজা আসিফ বলেন, যেভাবে আমরা তাদের সম্মানের সঙ্গে আতিথ্য দিয়েছি, সেভাবেই ফেরত পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি যোগ করেন, সীমান্তে অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ করতে হবে এবং শরণার্থীদের জন্য পর্যাপ্ত প্রস্থানপথ খোলা দরকার।

অভিবাসী অধিকারকর্মী মোহাম্মদ খান তালিবি মুহমান্দজাই মন্তব্য করেছেন, আফগান শরণার্থী ইস্যুতে রাজনৈতিক স্বার্থ জড়ানো উচিত নয়। পাকিস্তান সরকারের জোরপূর্বক ফেরত পাঠানোর পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে।

এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছিল, জোরপূর্বক প্রত্যাবাসন এবং রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ব্যবহার করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন