বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম
expand
পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার রাতে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশটির রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মীরসহ কিছু প্রতিবেশী এলাকায় কম্পন ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে, যদিও পরবর্তীতে বড় ধরনের আফটার শক অনুভূত হয়নি।

সম্প্রতি পাকিস্তানে ভূমিকম্পের ঘটনা বারবার ঘটছে। চার দিন আগে দেশটিতে ৫.৬ মাত্রার একটি কম্পন ধরা পড়েছিল। সেই সময় ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।

এছাড়াও আফগানিস্তানের বিধ্বংসী ভূমিকম্পের পর পার্শ্ববর্তী পাকিস্তানিদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

জিওনিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মীরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ২৩৪ কিলোমিটার গভীরে। হিমালয় পর্বতমালার আফগানিস্তানের অংশকে হিন্দুকুশ পর্বতমালা বলা হয়।

সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০-এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছিল। এরপর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মারদান, চিত্রাল, মুরি এবং সংলগ্ন অঞ্চলে পরবর্তী দিনগুলোতে কম্পন অনুভূত হয়েছে।

জুন মাসে করাচিতে একাধিক কম্পন অনুভূত হয়েছিল। সেই সময়ে মাত্র এক মাসে কমপক্ষে ৫৭টি কম্পনের ঘটনা ধরা পড়েছিল। প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার ব্যাখ্যা করেছেন, কয়েক দশক পরে লান্দি ফল্ট লাইনের পুনঃসক্রিয় হওয়ার কারণে এই কম্পনগুলো ঘটছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন