বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সামান্য উসকানিতেও ‘চূড়ান্ত জবাব’ দেবে পাকিস্তান’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির
expand
পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির

আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে ফের সতর্ক করে বড় ধরণের প্রতিক্রিয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির।

একই সঙ্গে, পাকিস্তানে সন্ত্রাসী কাজকর্ম চালানোর জন্য আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (১৮ অক্টোবর) অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে (পিএমএ) অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডে বক্তৃতা করে ফিল্ড মার্শাল মুনির বলেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো জায়গা নেই; তবু যদি কোনো ধরণের উসকানি দেখা দেয়, পাকিস্তান নিঃসঙ্কোচে পরিস্থিতি ছাড়িয়ে সিদ্ধান্তমুখী ও শক্তিশালী জবাব দেবে।

তিনি আরও যুক্ত করেন, যদি নতুন করে সংঘাত শুরু হয়, আমরা এমন রকম প্রতিক্রিয়া দেব যা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর হবে।

যেভাবে যুদ্ধ ও যোগাযোগের দূরত্ব সংকুচিত হবে, আমাদের ঘাতক অস্ত্রব্যবস্থার সক্ষমতা ভারতের ভৌগোলিক ধারণাকে ধ্বংস করতে সক্ষম হবে।

সেনাপ্রধান সতর্ক করে বলেন, যে পরবর্তী উত্তেজনা বৃদ্ধি হবে এবং যা পুরো অঞ্চলসহ এর বাইরেও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে, তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে।

মুনির আরো বলেন, পাকিস্তানের প্রতিশোধমূলক আঘাত সামরিক ও অর্থনৈতিকভাবে যে ক্ষতি করবে, তার প্রভাব আগামি পরিকল্পনাকারী ও বিশ্লেষকের কল্পনাকে ছাড়িয়ে যাবে।

ভারতের বিরুদ্ধে সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৌশলগত অন্ধত্ব এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা যারা অনুসরণ করে, তাদের বিরুদ্ধে পাকিস্তান পুনরায় জয়লাভের সক্ষমতা দেখিয়েছে।

মে মাসে পরিচালিত সামরিক অভিযানের কথা স্মরণ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ দেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতার ওপর জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।

তিনি দাবি করেন, সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন হুমকি নিষ্ক্রিয় করেছে যাতে উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করার মতো কার্যক্রম, বহু ঘাঁটিকে লক্ষ্য করে এস–৪০০ ধাঁচের সক্ষমতা প্রদর্শন ইত্যাদি অন্তর্ভুক্ত।

মুনিরের এই মন্তব্য এবং সতর্কবার্তা ওই অনুষ্ঠানকালের বক্তব্যের অংশ হিসেবে এসেছে, যা সাম্প্রতিক কূটনৈতিক ও সীমান্তীয় উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে-পাকিস্তানের সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন