বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের ২৩ সেনা, তালেবানের ২০০-র বেশি যোদ্ধা ধ্বংস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
expand
পাকিস্তানের ২৩ সেনা, তালেবানের ২০০-র বেশি যোদ্ধা ধ্বংস

পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তান সীমান্তে চালানো সাম্প্রতিক অভিযানে ২৩ জন প্যাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন এবং গণ্যসংখ্যায় ২০০-এরও বেশি তালেবান ও জোটবদ্ধ যোদ্ধা ধ্বংস করা হয়েছে। এই তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর (Inter‑Services Public Relations) অফিস এক বিবৃতিতে প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তহারা এলাকা থেকে তালেবান ও তাদের মিত্রবাহিনীর দ্বিপক্ষীয় হামলা ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পাকিস্তানী বাহিনী “উপযুক্ত ও সময়োপযোগী” প্রতিক্রিয়া জানিয়ে তাদের ব্যপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান সীমান্তের পার্শ্ববর্তী ২১টি শত্রু ঘাঁটি দখল করে ধ্বংস করেছে, এবং ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিমান ও স্থলযুদ্ধ সহায়তা দিয়ে আক্রমণ চালানো হয়েছে।

তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে পাকিস্তান বলেছে, তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে, এবং পাশাপাশি ২৯ জন আহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযান চলাকালীন নাগরিকদের সুরক্ষা বজায় রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগান ভূখণ্ডে অবৈধ সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তান এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

সঙ্গে তালেবান সরকারকে সতর্ক করে বলা হয়েছে, যদি তারা সন্ত্রাসী দলগুলোর সম্ভাব্য কার্যক্রম বন্ধ না করে, তাহলে পাকিস্তান আরও পাল্টা প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে।

আইএসপিআর দাবি করেছে, এই হামলা “তালেবান সরকার ও ভারতের যোগসাজশে চালানো হয়েছে”, তাদের মতে ভারতীয় দৃষ্টি তাদের বিরোধী কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন