বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
expand
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত!

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, সীমান্তবর্তী এলাকায় তারা পাকিস্তানের ২৫টি সামরিক পোস্ট দখল করেছে এবং সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনীর ৫৮ সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আফগান সীমান্ত রক্ষীরা সফলভাবে অভিযান পরিচালনা করে পাকিস্তানি সেনাদের ২৫টি পোস্ট নিয়ন্ত্রণে এনেছে। তার ভাষায়, “আমাদের সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে এবং সীমান্তে তাদের অবস্থান আরও সুসংহত হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্তের সব বৈধ রুট ও নিয়ন্ত্রণ পয়েন্ট এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। সীমান্ত ঘিরে আগে যেসব অবৈধ কার্যক্রম চলত, সেগুলোর বেশিরভাগই বন্ধ করা সম্ভব হয়েছে।”

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমাদের ভূখণ্ডে হামলা বা সীমান্ত লঙ্ঘনের কোনো প্রচেষ্টা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি সদস্যরা আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে। অন্যদিকে কাবুলের দাবি, তাদের ভূখণ্ড ব্যবহার করে তৎপরতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে অসংগত।

সীমান্ত ঘিরে পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযানের ফলে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ অঞ্চলে অস্থিতিশীলতা বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন