বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের ১৯টি পোস্ট দখলের দাবি পাকিস্তানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
expand
আফগানিস্তানের ১৯টি পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্তবর্তী ১৯টি পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) রাতভর সংঘর্ষের পর এসব পোস্ট তাদের নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সংঘর্ষের সময় ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাই এলাকায় অবস্থানরত আফগান বাহিনী পিছু হটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, আফগান বাহিনীর সদস্য ও কর্মকর্তারা পোস্টগুলো ছেড়ে পালিয়ে গেছেন এবং এ সময় অনেক আফগান সেনা হতাহত হয়েছেন।

এদিকে ডন পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সীমান্তজুড়ে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, আফগান বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, আফগান বাহিনীর একাধিক পোস্টে পাল্টা হামলা চালানো হয়েছে, যাতে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় আর্টিলারি, ট্যাংকসহ ভারী ও হালকা অস্ত্র ব্যবহার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্গুরআড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচা অঞ্চলের পাকিস্তানি পোস্টগুলোতে গুলি চালিয়েছে।

তালেবান সরকার বলছে, সীমান্ত উত্তেজনার পেছনে মূল কারণ হলো পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলা, যা আফগান রাজধানী কাবুলে চালানো হয়েছে বলে তাদের অভিযোগ। তবে ইসলামাবাদ এ ধরনের হামলার কথা অস্বীকার করেছে, যদিও কাবুলকে হুঁশিয়ার করে বলেছে—‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’ যেন আফগান মাটি ব্যবহার করতে না পারে।

তালেবান সূত্র জানায়, সংঘর্ষের ঘটনা ঘটেছে কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশেও। পাকিস্তান দাবি করছে, তাদের হামলায় আফগান বাহিনী ও তালেবান যোদ্ধারা বড় ক্ষতির মুখে পড়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, আফগান সরকারের মদদপুষ্ট কিছু গোষ্ঠী যেমন দায়েশ ও খারেজি বাহিনীর ঘাঁটিতেও তারা হামলা চালাচ্ছে। এ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ড্রোন, যুদ্ধবিমান, ট্যাংক এবং আর্টিলারি।

এই উত্তেজনার প্রেক্ষিতে কাতার, ইরান ও সৌদি আরবসহ বিভিন্ন আঞ্চলিক শক্তি উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন