শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো জোট গঠনের আশা পাকিস্তানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৪ এএম
expand
মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো জোট গঠনের আশা পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, সৌদি আরবের সঙ্গে হওয়া সামরিক চুক্তি আরও কয়েকটি মুসলিম দেশ যুক্ত হলে এটি পশ্চিমাদের ন্যাটো-ধাঁচের শক্তিশালী সামরিক জোটে পরিণত হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত অনেক দেশ এই ধরনের চুক্তি করতে চেয়েছে। একাধিক আরব ও মুসলিম দেশ ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করার আগ্রহ দেখিয়েছে।”

ইসহাক দার বলেন, “যদি আল্লাহ ইচ্ছা করেন, পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দিতে পারবে।”

পাকিস্তানে গত মে মাসে অপারেশন ‘সিঁদুর’ নামে ভারতীয় হামলা হয়েছিল, যা চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, যদি তখন এই চুক্তি প্রযোজ্য থাকত, তবে ভারতের হামলাটি পাকিস্তানের সঙ্গে সৌদির ওপরও হামলা হিসেবে গণ্য হতো।

গত ১৭ সেপ্টেম্বর, সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তিতে বলা হয়েছে, উভয় দেশের ওপর অন্য কোনো দেশ হামলা চালালে তা উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে উভয় দেশই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি যে, হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন