শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
খালে পড়ে গেছে ট্রাক
expand
খালে পড়ে গেছে ট্রাক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে সারগোধা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ২৩ জন যাত্রী নিয়ে একটি ট্রাক খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাচ্ছিল। পথে ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে চারজন শিশু ও পাঁচজন নারীসহ একই পরিবারের সদস্যরা ছিলেন। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (পিডিএমএ) খুশাব জেলার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি ফোনকল পান। এরপর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, উদ্ধার করা আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহত নয়জনের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং বাকি সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নিহত নারী ও শিশুরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ ছিলেন এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন।

এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X