রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সাথে সংঘাতের পর অস্ত্র আমদানি বাড়িয়েছে পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান
expand
জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান

গত বছর ভারতের সাথে সংঘাতের পর অস্ত্র আমদানি বাড়িয়েছে পাকিস্তান। মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতের চলাকালে পাকিস্তান শুধুমাত্র চীনা সামরিক সরঞ্জামের কার্যকারিতা প্রদর্শন করেনি, বরং নিজস্বভাবে উৎপাদিত সরঞ্জামও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, আল-খালিদ প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এবং ফাতাহ সিরিজের গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (জি-এমএলআরএস)প্রদর্শন করেছে।

বিশেষ করে ২০১৯ সালে মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে জেএফ-১৭-এর যুদ্ধ জেটের সক্ষমতা প্রমাণ হয়েছে। ভারতের আদমপুরে মোতায়েন করা অত্যাধুনিক এস-৪০০ সারফেস-টু-মিসাইল সিস্টেম ধ্বংসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে থান্ডার যুদ্ধ বিমান। গত বছরের দুবাই এয়ারশোতেও এই জেটটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমাদের অস্ত্র শিল্পের সাফল্য দেশের অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারে।

তিনি আরো বলেন, আমাদের বিমানগুলো পরীক্ষা করা হয়েছে, এবং আমরা এত অর্ডার পাচ্ছি যে ছয় মাসের মধ্যে পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রয়োজন নাও হতে পারে।

সূত্র, দ্যা ডন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X